সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি সারা পৃথিবীর মুসলিমদের মিলন কেন্দ্র মক্কা শরূফে পৌছার মত হ্মমতা যাদের আছে, তাদের উপর পবিত্র হজ্জ ফরজ করেছেন। দরুদ ও সালাম ঐ নবীজির উপর যিনি মক্কা শরীফে জন্ম হয়ে মদিনা শরীফে শুয়ে থেকে ইয়া হাবলী উম্মাতি বলে কাদছেন।
আল্লাহ তায়ালার মনোনিত দ্বীন- ধর্ম হলো ইসলাম। আর ইসলামের পাচ স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো পবিত্র হজ্জ। হজ্জের পারিভাষিক অর্থ হলো, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ে কাবা শরীফসহ সংশ্লিষ্ট স্থান সমূহ তাওয়াফ ও জিয়ারত করা।
প্রতি বৎসর সারা বিশ্ব থেকে অসংখ্য মুসলিম ননর-নারী পবিত্র হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব উপস্থিত হন। অনুরুপ বাংলাদেশ থেকেও একটি উল্লেখ যগ্য পরিমান ধর্মপ্রাণ মানুষ সেখানে হাজির হয়ে থাকেন। বিভিন্ন দেশ ও ভাষার ভিন্নতার কারণে অনেকেরই অনেক সমস্যায় জড়াতে হয়। তাই সুষ্ঠ ও সুন্দরভাবে পবিত্র হজ্জ আদায় করার জন্য আমাদের এই হ্মুদ্র আয়োজন। অভিজ্ঞ ব্যক্তি ও সম্মানিত আলেমদের সহয়তা নেওয়ার জন্য পবিত্র হজ্জ যাত্রীদের বিশেষভাবে অনুরুধ করছি।
আর অবশ্যই আমাদের এই "বেলা শেষ" ব্লগের পহ্ম থেকে হজ্জের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে।
ইনশাআল্লাহ!
তাই অবশ্যই ধারাবাহিক পোস্ট গুলো পড়ার অনুরুধ সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি।
{কিতাবুল হজ্জ ও ওমরাহ| পৃ:৬}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন