بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم
অর্থঃ "বিশুদ্ধ নিয়তের উপরই সকল কর্ম নির্ভরশীল।" তাই নিয়ত যত বিশুদ্ধ হবে ফলাফল ততো ভাল হবে। অতএব পবিত্র হজ্জের ইচ্ছা করা মাত্রই নিয়তকে বিশুদ্ধ করে নিন। সম্মান, বানিজ্য অর্জন কিংবা পার্থিব অন্য কোন উদ্দেশ্যে পবিত্র হজ্জে যাওয়া যাবে না। শুধু মাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। মহামান্য শরীয়ত কর্তৃক নির্ধারিত ফরজ আদায়ের জন্যই শুধু হজ্জ করতে হবে। এই ভাবে বিশুদ্ধ নিয়তে, নিষিদ্ধ কাজ হতে বিরত থেকে যে হজ্জ আদায় করা হয়, তাকে হজ্জে "মুবারুর" বলে। পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছে, হজ্জে মাবরুরের বদলা একমাত্র জান্নাত। (বুখারী ও মুসলিম)
প্রাণ প্রিয় পবিত্র হজ্জ যাত্রী ভাই ও বোনেরা! পবিত্র হজ্জের বিশুদ্ধ নিয়তের সাথে সাথে খালেস তওবা করে নিন, আর খুজে নিন আপনার মনের মত একজন সাথী যিনি হজ্জের সফরে বিভিন্ন কাজ আদায়ে সহযোগিতা করতে পারেন। কেননা হজ্জ তো জীবনে একবারই হয়ে থাকে। যদি কোন ভুলের কারণে হজ্জ নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয় বার আদায় করা সম্ভব নাও হতে পারে।
প্রাণ প্রিয় পবিত্র হজ্জ যাত্রী ভাই ও বোনেরা! পবিত্র হজ্জের বিশুদ্ধ নিয়তের সাথে সাথে খালেস তওবা করে নিন, আর খুজে নিন আপনার মনের মত একজন সাথী যিনি হজ্জের সফরে বিভিন্ন কাজ আদায়ে সহযোগিতা করতে পারেন। কেননা হজ্জ তো জীবনে একবারই হয়ে থাকে। যদি কোন ভুলের কারণে হজ্জ নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয় বার আদায় করা সম্ভব নাও হতে পারে।
তাই সাবধান!
{কিতাবুল হজ্জ ও ওমরাহ| পৃ:৬}(পড়া চালু রাখুন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন