হজ্জের প্রকারভেদ(পর্ব-৬) - Alhera-1

""আল্লাহ'র বিধান ছাড়া কোন বিধান মানি না""

রবিবার, ৪ আগস্ট, ২০১৯

হজ্জের প্রকারভেদ(পর্ব-৬)

‎بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم‎
হজ্জ তিন প্রকারঃ
(১) তামাত্তু,
(২) কিরান,
(৩) ইফরাদ।
হজ্জে তামাত্তুঃ হজ্জের মাস সমূহে (শাওয়াল, জিলক্বদ, জিলহজ্জ) উমরাহর নিয়তে ইহরাম বেধে, উমরাহ পালন করা, পরে হজ্জের নিয়ত করে হজ্জ পালন করাকে "হজ্জ তামাত্তু " বলে।

হজ্জে কিরানঃ হজ্জের মাস সমূহে একই সঙ্গে হজ্জ ও ওমরাহ পালনের নিয়তে ইহরাম করে ওমরাহ ও হজ্জ আদায় করাকে "হজ্জে কিরান" বলে।

হজ্জে ইফরাদঃ শুধু হজ্জ পালনের উদ্দেশ্যে নিয়ত করে ইহরাম বেধে হজ্জ সম্পাদনকে "হজ্জে ইফরাদ" বলে।
{ কিতাবুল হজ্জ ও ওমরাহ | পৃ:১০}
(পড়া চালু রাখুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন