হজ্জ যাত্রী মা-বোনদের খেদমতে আরজ(পর্ব-৫) - Alhera-1

""আল্লাহ'র বিধান ছাড়া কোন বিধান মানি না""

রবিবার, ৪ আগস্ট, ২০১৯

হজ্জ যাত্রী মা-বোনদের খেদমতে আরজ(পর্ব-৫)

‎بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم‎

যে সকল সম্মানিতা মহিলাগণ পবিত্র হজ্জে যাত্রা করছেন আপনাদের অবশ্যই মাহরাম ব্যক্তিদের সাথে পবিত্র হজ্জ গমন করতে হবে। মাহরাম ব্যতীত হজ্জ করা জায়েজ নয়। মহিলাদের জন্য সকল সময় পর্দা ফরজ। পবিত্র হজ্জের সফরেও বেপর্দায় চলা-ফেরা করা কবিরা গুনাহ। পর্দা হলো মহিলাদের অন্যান্য ইবাদত কবুল হওয়ার শর্ত। নমাজ কবুল হওয়ার জন্য যেমন অজু শর্ত, কেহ যদি সারাদিন, সারা রাত নামাজ পড়ল কিন্তু নামাজের পূর্বে অজু করল না, তার নামাজ যেমন কবুল হওয়ার যোগ্য নয়, ওজু ব্যতীত যেমন নামাজ আদায় হয় না, নেকের বদলে শুধু পাপ হয়। তদ্রুপ বেপর্দা মহিলাদের পবিত্র হজ্জ সহ কোন ইবাদাতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তাই নামাজ পড়ার পূর্বে মহিলাদেরকে পর্দার মাসায়েল শিখে পর্দা করতে হবে। পর্দানশীল মহিলাদের জন্য অল্প আমলই জান্নাতের সুসংবাদ রহিয়াছে। বেপর্দা মহিলার কোন আমলেরই বদলা পাওয়া যাবে না মর্মে হুশিয়ারি বাণী রয়েছে।
মুসলিম নর-নারী প্রত্যেকের উপর ধর্মীয় জ্ঞান আহরণ করা ফরজ। ধর্মীয় জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হলো পবিত্র কুরআন ও হাদিস, তাই ইসলামকে জানতে হলে তার মূল কুরআন ও হাদীস থেকেই জানার চেষ্টা করুন। তাহলেই আপনার অন্তরের দ্বিধাদ্বন্দ দূরে সরে যাবে।
অতএব, নিজের জীবনে কুরআন-হাদীসের নির্দেশ-নিষেধ বাস্তবায়ন করুন। সংসার সুখের হবে, নেক সন্তান তৈরী হবে।
 { কিতাবুল হজ্জ ও ওমরাহ | পৃ: ৮}
(পড়া চালু রাখুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন