পবিত্র হজ্জ আদায়ের জন্য মাসআলা-মাসায়েল শিহ্মা (পর্ব-৪) - Alhera-1

""আল্লাহ'র বিধান ছাড়া কোন বিধান মানি না""

রবিবার, ৪ আগস্ট, ২০১৯

পবিত্র হজ্জ আদায়ের জন্য মাসআলা-মাসায়েল শিহ্মা (পর্ব-৪)

‎بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم‎
মাবরুর হজ্জ আদায় করা যেমন ফরজ একটি ইবাদত, সেই পবিত্র হজ্জ আদায় করার জন্য মাসআলা-মাসায়েল শিহ্মা করাও তেমনই অপরিহার্য। যিনি যত বিশুদ্ধ ভাবে পবিত্র হজ্জের হুকুম আহকাম সম্বন্ধে ওয়াকেফ হাল থাকবে, তিনি ততো ভাল ভাবে পবিত্র হজ্জ পালনে সচেষ্ট হবেন। পবিত্র হজ্জ যাত্রার পূর্বে আরও একাধিক নির্ভরযগ্য পবিত্র হজ্জের কিতাব পড়ে সফর শুরু করবেন। যেমন: তরিকুল ইসলাম, বেহেশতি জেওর বাংলা কিতাবগুলো পড়ে নিতে পারেন।
{কিতাবুল হজ্জ ও ওমরাহ| পৃ:৭}
(পড়া চালু রাখুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন