পবিত্র হজ্জের সায়ীর বিধান সমূহ? (পর্ব-১০) - Alhera-1

""আল্লাহ'র বিধান ছাড়া কোন বিধান মানি না""

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

পবিত্র হজ্জের সায়ীর বিধান সমূহ? (পর্ব-১০)

‎بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم‎
সায়ীর শর্ত সমূহঃ
(১) সায়ীর করার পূর্বে তাওয়াফ করা।
(২) সাফা পাহার থেকে শুরু  করে মারওয়া পাহাড়ে পৌছে শেষ করা।
(৩) নিজের সায়ী নিজে করা।

সায়ীর ওয়াজিব তিনটিঃ
(১) সাফা ও মারওয়ার ভিতরের স্থান সমূহ অতিক্রম করা।
(২) সাত চক্কর পূর্ণ করা।
(৩) পায়ে হেটে সায়ী করা। (তবে দূর্বলদের জন্য কোন কিছুতে আরোহন করেও সায়ী করা যায়।)

সায়ীর সুন্নাত ছয়টিঃ
(১) তাওয়াফ শেষ করার সাথে সাথেই সায়ী করা।
(২) হাজরে আসওয়াদে চুমু খেয়ে সায়ীর জন্য বের হওয়া।
(৩) সায়ীর চক্করগুলো পর পর আদায় করা।
(৪) সবুজ স্তম্ভ দুটির মাঝের জায়গাটুকু দৌড়ে অতিক্রম করা।
(৫) সাফা ও মারওয়া পাহাড়ে আরোহন করা।
(৬) সাফা ও মারওয়া আরোহন করে কেবলামূখী হওয়া।

সায়ীর মুস্তাহাব সমূহঃ
(১) নিয়ত করা।
(২) দুআ করা।
(৩) সাফা ও মারওয়ায় দীর্ঘহ্মণ অবস্থান করা। বিনয় ও কাকুতি মিনতির সাথে জিকির ও দুআ করা।
(৪) সায়ী শেষে দুই রাকাআত নামাজ পড়া।

{ কিতাবুল হজ্জ ও ওমরাহ কৃত কাজী আব্দুর রাজ্জাক | পৃ:১৩-১৪}
(পড়া চালু রাখুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন