ইহরামের বিধান সমূহ (পর্ব-৮) - Alhera-1

""আল্লাহ'র বিধান ছাড়া কোন বিধান মানি না""

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

ইহরামের বিধান সমূহ (পর্ব-৮)

‎بِسْــــــــــــــــــمِ-اﷲِالرَّحْمَنِ-اارَّحِيم‎
ইহরামের ফরজ দুইটিঃ
(১) নিয়ত করা,
(২) তালবিয়া পাঠ করা।

ইহরামের ওয়াজিব দুইটিঃ
(১) মীকাত থেকে ইহরাম বাধা। বাংলাদেশী হাজীদের জন্য মীকাত হলো "ইয়ালামলাম"।
(২) ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে বেচে থাকা।

ইহরাম বাধার সুন্নাত তরিকাঃ
ইহরামের পূর্বে মিসওয়াক করে ওজু করা। সম্ভব হলে গোসল করা। নখ কাটা, মাথা মুন্ডানো বা চুল ছোট করা এবং ভালো ভাবে শরীর পরিষ্কার করা। সাধারণ কাপড় ছেড়ে সাদা নতুন চাদর ও সেলাই বিহীন লুঙ্গি এমন ভাবে পরিধান করা যেন দু'কাধ এবং পিঠ ঢেকে যায় ও ইহরামের নিয়তে দু'রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ে বসা অবস্থায় মুখে নিয়ত উচ্চারণ করে ইহরাম বাধা।
ওয়াক্ত মাকরুহ হলে মাকরুহ ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত অপেহ্মা করা।

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহঃ
(১) আতর বা সুগন্ধি ব্যাবহার করা।
(২) সুগন্ধি যুক্ত তেল, সাবান ব্যবহার করা।
(৩) হাত, পায়ের নখ কাটা।
(৪) হেরেমের এরিয়ার গাছ বা ঘাস কাটা।
(৫) পশু, পাখি শিকার করা বা শিকারে সাহায্য করা।
(৬) পুরুষের জন্য সেলাই যুক্ত কাপড় পড়া।
(৭) শরীরের যে কোন অঙ্গের চুল কাটা, ছেড়া বা পরিষ্কার করা।
(৮) পুরুষের মাথা ও পা ঢেকে রাখা এবং মহিলাদের মাথা খোলা রাখা।
(৯) হেরেমের পশু-পাখি শিকার করা বা তাদের কষ্ট দেওয়া।
(১০) যৌন উত্তেজনা মূলক আলাপ-আলোচনা করা।
(১১) স্ত্রী সম্ভোগ বা সহবাস করা।
(১২) মাথা বা শরীর হতে উকুন অপসারণ করা বা মেরে ফেলা।
(১৩) পায়ের পাতার উপরের হাড্ডি জুতা বা মোজা দ্বারা ঢেকে রাখা।
{ কিতাবুল হজ্জ ও ওমরাহ | পৃ:১১-১২}
(পড়া চালু রাখুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন